নীলফামারীতে সেনবাহিনীর বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জম্মবার্ষিকী উপলক্ষে দিন ব্যাপী ওই ক্যাম্পের আয়োজন। ২৬ জুলাই জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন ক্যাম্পাসে সেনাবাহিনীর ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. হাসমত উল্লাহ খানের নেতৃত্বে চিকিৎসা সেবা প্রদান করেন সিএমএইচ, বিইউএসএমএসের শিশুরোগ বিশেষজ্ঞ লে. কর্নেল আফরোজা আখতার, স্ত্রী রোগ ও ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞ লে. কর্নেল মেহেরিন মজিদ, চিকিৎসা কর্মকর্তা ক্যাপ্টেন দিলরুবা ইয়াছমিন।
ক্যাম্পে সদর উপজেলার ২শ ৮৭ জন গর্ভবতি মা, নারী এবং শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্যবস্থাপত্র এবং ওষুধ প্রদান করা হয়। ৬৬ পদাতিক ডিভিশন এবং রংপুর এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় ও ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের তত্বাবধায়নে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে খোলাহাটি ক্যান্টমেন্টের ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারী। সব শেষে সেখানে খোলাহাটি ক্যান্টমেন্টের ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারীর ক্যাপ্টেন তানজিম রহমানের নেতৃত্বে বন্যা দূর্গত ১শ জন দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।