মোল্লাহাটে নতুন করে আরো ৪ জনের করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এই নিয়ে মোল্লাহাটে মোট-৩৭ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন। করোনা শনাক্ত প্রত্যেকের বাড়ি গতকাল রবিবার দুপুরে লকডাউন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস বলেন- নতুন করে যাদের করোনা শনাক্ত/আক্রান্ত হয়েছেন তারা হলেন- উপজেলার উদয়পুর ইউনিয়নের উদয়পুর দৈব কান্দি গ্রামের বাচ্চু সরদারের ছেলে বাদল সরদার (৪২), গিরিশনগর ইসলামপুরের করোনা আক্রান্ত মাসুদ শেখের স্ত্রী শিখা খাতুন (৩৪), উদয়পুর উত্তরকান্দি গ্রামের আতিয়ার রহমান (৭২) ও তার স্ত্রী আলেয়া বেগম (৬৫)। উল্লেখিত সকলকে নিজ নিজ বাসা/বাড়িতে লকডাউন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ। বর্তমানে সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
লকডাউন কালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আব্দুল আউয়াল ও এএসআই আরিফ প্রমূখ।