পঞ্চগড়ের আটোয়ারীতে মুখে মাস্ক না পড়ার অপরাধে ১৪ ব্যক্তিকে অর্থদন্ড দেয়া হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ফকিরগঞ্জ বাজারে আসা মানুষের মূখে মাস্ক না থাকায় তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান। আদালত ১৬০ এর ২৬৯ ধারায় ১৪ ব্যক্তির কাছ থেকে নগদ ৬৭১৩ টাকা জরিমানা আদায় করেন। ভবিষ্যতে কেউ আইন অমান্য করে চলাচল করলে আরো কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা নিশ্চিৎ করা হবে এমটি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মেজিষ্ট্রেট আবু তাহের মো: সামসুজ্জামান।