আলু উৎপাদনে প্রসিদ্ধ রংপুরের পীরগাছায় ভাল মানের নিশ্চয়তা নিয়ে গ্রীন এগ্রো সীড নামে একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার সৈয়দপুর বাজারস্থ হাইস্কুল গটে সংলগ্ন স্থানে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন পীরগাছা প্রেসক্লাব সভাপতি এম খোরশেদ আলম। এ সময় অধ্যক্ষ এবিএম মিজানুর রহমান সাজু, সাংবাদিক তাজরুল ইসলাম, আমিরুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আমিনুল ইসরাম, পারুল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মতিয়ার রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রীন এগ্রো সীড এর স্বাত্ত্বাধিকারী মোঃ আবু হারেছ মালেক জানান, পীরগাছা উপজেলার কৃষকদের ভাল মানের বীজের নিশ্চয়তা দিতে হল্যান্ড, ডেনমার্ক, বেলারুস ও আমেরিকা থেকে সরাসরি বিভিন্ন জাতের কাটুন আলু বীজ এবং ভুট্টাসহ সকল ধরনের ফসলী বীজ সরবরাহের জন্য আগাম বুকিং শুরু করা হয়েছে। এছাড়াও দেশীয় এসিআই, মালিক এ- কোম্পানি প্রাঃ লিঃ, এগ্রিকো, সুপ্রীম, ইস্পাহানী, বেবিলন, ব্র্যাকসহ নামকরা সীড কোম্পানীর বীজ সরবরাহ করা হবে। বীজ ক্রেতা আগ্রহীদের ০১৭৩৯-৩৬৬৪২০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হইলো।