নীলফামারীর সৈয়দপুর শহরের কুন্দল পশ্চিম পাড়ায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেলেন পৌর মেয়র আমজাদ হোসেন সরকার। ২৬ জুলাই কোদাল ধরে মাটি কেটে ওই কাজের উদ্বোধন করেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আব্দুল খালেক, উপসহকারী প্রকৌশলী (সিভিল) কামরুল ইসলাম, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ইংরেজী প্রভাষক রেজাউল আলম, সৈয়দপুর কলেজের হিসাব রক্ষক গোলজার হোসেন। সৈয়দপুর-দিনাজপুর মহাসড়ক থেকে কুন্দল পশ্চিমপাড়া মসজিদ নুরে মদিনা পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে চলাচলে দুর্ভেঠস পোহাতো এলাকাবাসি। কাজ উদ্বোধনকালে মেয়র বলেন, সৈয়দপুর পৌরসভার প্রতিটি এলাকার সমানভাবে উন্নয়ন করা হবে। তাই যেখানেই কোন সমস্যা দেখা দিবে সেখানেই তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে জনসেবার দৃষ্টান্ত স্থাপন করা হবে। এসময় তিনি নুরে মদিনা মসজিদের জন্য প্রয়োজনীয় পাখা ও লাইটিং ব্যবস্থা প্রদানের প্রতিশ্রুতি দেন এবং পৌর প্রকৌশলীদের এ ব্যপারে নির্দেশনা প্রদান করেন।