‘মাছ উৎপাদন বৃদ্ধি করি,সুখী সমৃদ্ধ দেশ গড়ি’-এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো পাবনার চাটমোহরেও পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত ও সুফলভোগি মৎস্যজীবিদের মাঝে উপকরণ ও ছাগল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী মানিক। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান,প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহির উদ্দিন,মৎস্য খামার ব্যবস্থাপক মোঃ আমানুস সালাম,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এরআগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন বিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম। আদালত ৩ লক্ষাধিক টাকার নিষিদ্ধ বাদাই ও কারেন্ট জাল জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ফেলেন। এ ছাড়া ২ জন মৎস্য শিকারীকে ২ হাজার টাকা জরিমানা করেন।