চাটমোহর উপজেলার সর্ববৃহৎ পশুর হাট অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে রোববার অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগে হাটের ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইকতেখারুল ইসলাম দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো.ইকতেখারুল ইসলাম জানতে পারেন অমৃতকুন্ডা পশুর হাটে গরু ও ছাগল কেনাবেচাকালে ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে ইজারাদারের নিয়োগকৃত লোকজন অতিরিক্ত টাকা আদায় করছেন। রোববার দুপুরে তিনি হাটে অভিযান পরিচালনা করেন। এ সময় হাটে কোন প্রকার মূল্য তালিকা না থাকায় ও ক্রেতা-বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত টোল বা খাজনা আদায়ের প্রমাণ পান ভ্রাম্যমান আদালত। পরে হাটের ইজারাদার মোঃ আঃ আজিজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রসঙ্গতঃ এই হাটের ইজারাদারের সহযোগিতা প্রতি রোববার প্রকাশ্যে নিষিদ্ধ কারেন্ট জালের হাট বসানো হয়। পশুর হাটের ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে জোর জবরদস্তি অতিরিক্ত অর্থ আদায় করা হয়। সাব ইজারাদারদের অত্যাচারে অতিষ্ঠ হাটুরেরা।