পাবনার চাটমোহরে গরু-ছাগলের দাম গত বছরের চেয়ে ২০-২৫ শতাংশ কম হওয়ায় হতাশ হয়ে পড়েছেন খামারীরা।
চাটমোহর উপজেলার ছাইকোলার কৃষক আক্কাস আলী গতকাল রোববার (২৬ জুলাই) দুটি গরু নিয়ে উপজেলার বড় পশুর হাট অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে যান। গরু দুটি ৬ মাস আগে তিনি এক লাখ ৪০ হাজার টাকায় কিনেছিলেন। অনেক যতœ ও খরচ করে গরু দুটি ৬ মাস ধরে তিনি লালন পালন করেন ঈদের হাটে লাভে বেঁচবেন বলে।
তিনি বলেন,হাটে কেনা দামও বলছে না গরু দুটির। অথচ প্রতিটি গরুর পেছনে প্রতিদিন খাবার বাবদ খরচ হয়েছে প্রায় ৪০০ টাকা। এখন হাটে এসে দেখছি গরু কেনার লোকই কম।
আক্কাস আলীর মতো উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে গরু মোটাতাজাকরণ কাজে নিয়োজিত প্রায় ২ হাজার খামারিও এবার হতাশ। গবাদি পশু ব্যবসার ব্যাপারী ও হাট ইজারাদারদেরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ এবার কুরবানির হাটে গরু-ছাগল ও মহিষের দাম গত বছরের তুলনায় ২০-২৫ শতাংশ কম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্ত কৃষিবিদ মো. মহির উদ্দিন জানান,গত এক দশক ধরে চাটমোহরে বাণিজ্যিক ভিত্তিতে গরু মোটাতাজাকরণ বেড়েছে। তিনি জানান,মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত শ্রেণির লোকজন ষাঁড় পালন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। কেউ পেশায়,কেউ বেকারত্বের অভিশাপ ঘোচাতে,কেউ সংসারে স্বচ্ছলতা আনতে এসব খামার গড়ে তুলেছেন বলে তিনি জানান। এরা সাধারণত এক বছর পর পোষা গরু বিক্রি করে দেন। অনেকে দু’বছর পর্যন্ত লালন-পালন করে থাকেন। ষাঁড়গুলো পবিত্র ঈদুল আজহার সময়েই সাধারণত বিক্রি হয়।
তিনি বললেন,খামারি,ক্ষুদ্র কৃষক ও হতদরিদ্র গৃহিণীর পালন করা গরু মিলিয়ে প্রায় ২৫ হাজার গরু কুরবানির হাটে উঠবে। এদিকে প্রায় ৩০ হাজার হাজার ছাগল-ভেড়াও বাজারে উঠবে।
রোববার (২৬ জুলাই) অমৃতকুন্ডা হাট সরেজমিন পরিদর্শনে দেখা যায়,হাটে প্রচুর গরু,ছাগল,মহিষ। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার কোন বালাই ছিল না। কাদা-পানির মধ্যে বেচাকেনাও চলছে। কেনার লোক কম হওয়ায় দামও কম। ঢাকায় গরু সরবরাহকারী ব্যাপারীদের দেখা নেই। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে,স্থানীয় যেসব ব্যাপারী কয়েক মাস আগে গরু কিনে রেখেছিলেন তারাও ক্ষতির মুখে পড়েছেন।
খামারীরা জানান,গত বছর লাখ টাকায় যে গরু বিক্রি হয়েছে এবার তার দাম ৭০-৭৫ হাজার টাকা। এতে খামারি,ক্ষুদ্র কৃষক সবাই ক্ষতিগ্রস্ত। কারণ হিসেবে জানান,গোখাদ্যের দাম প্রতি বছর বেড়েই চলেছে। এবার পশুর দাম পড়ে যাওয়ায় তারা হতাশ।
এদিকে দাম কমে যাওয়ায় ক্রেতারা কিন্তু খুশি। চাটমোহর উপজেলার অবসরপ্রাপ্ত কর্মকর্তা আঃ সামাদ বলেন,এবার কুরবানির জন্য যে গরু ৬০ হাজার টাকা দিয়ে কিনেছি সেই গরু গত বছর বিক্রি হয়েছে ৮০ হাজার টাকায়।