রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৫৮ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রংপুরে ১৫ জন, কুড়িগ্রামে ১৭ জন, গাইবান্ধায় ১৬ জন ও লালমনিরহাটে ১০ জন।
আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন গাইবান্ধার এক নারী (৩৫), জেলা পুলিশ বিশেষ শাখার এক সদস্য (৪২), অপর সদস্য (৩৩), কেরানীপাড়া চৌরাস্তার মোড়ের এক পুরুষ (৫৭)
ধাপ মেডিকেল মোড়ের এক যুবক (২৫), এক নারী (২৮), শালবনের এক পুরুষ (৪৫), কলেজপাড়ার এক যুবক (২৪), পালপাড়ার এক পুরুষ (৫০), মেডিকেল পাকার মাথার এক পুরুষ (৪০), সেন্ট্রাল রোডের এক পুরুষ (৪৯), পীরগঞ্জ জামদানীর এক যুবক (২৮), মিঠিপুর পানবাজারের এক পুরুষ (৩১), কাউনিয়া থানার এক পুলিশ সদস্য (৩০), কাউনিয়া বাহাগিলির এক পুরুষ (৪৫)।
কুড়িগ্রাম জেলায় নতুন করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন, কুড়িগ্রাম পুলিশ লাইন্সের এক পুলিশ সদস্য (২৮), অপর পুলিশ সদস্য (২১), অপর পুলিশ সদস্য (২৯) কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৫৪), অপর পুরুষ (৩৭), কুড়িগ্রাম সদর পৌরসভার ঘোষপাড়ার এক পুরুষ (৫২), এক নারী (৫৫), মন্ডলপাড়ার এক পুরুষ (৬৫), কুড়িগ্রাম সদর ভেরভেরি হলখানার এক যুবক (২৫), কুড়িগ্রাম সদর হাসপাতালের এক পুরুষ (৩৬), কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক যুবক (২৯), স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মী (৩১), ,অপর কর্মী (৩৪), নাগেশ্বরী এক পুরুষ (৩১), থানা স্টাফ এলাকার এক পুরুষ (৩৬), ভুরুঙ্গামারীর এক যুবক (২৬), পাইকার চরের এক স্বাস্থ্য কর্মী (৩৮)।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, গাইবান্ধা জেলা হাসপাতালের এক চিকিৎসক (৩৭), গাইবান্ধা সুন্দরগঞ্জের এক পুলিশ সদস্য (৩২),সাঘাটার সাথালিয়ার এক পুরুষ (৩১), সাদুল্ল্যাপুর পানিখুড়ের এক যুবক (২৭), গোবিন্দগঞ্জ সোনালী ব্যাংকের এক কর্মকর্তা (৫৭), প্রগতিপাড়ার এক পুরুষ (৪২), গোবিন্দপুরের এক বৃদ্ধ (৬২), গাইবান্ধা পৌরসভার এক পুরুষ (৩৪), পলাশবাড়ি মনোহরপুরের এক নারী (৫৪), এক বৃদ্ধ (৬০)।
লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন জেলা প্রশাসক কার্যালয়ের এক পুরুষ, জেলা পরিষদের এক বৃদ্ধ (৬০), দাইরখাতার এক পুরুষ (৫৪), সাপটানা বাজারের এক পুরুষ (৪০), তুমলপাড়ার এক পুরুষ (৫২), হাতিবান্ধা দক্ষিন সিন্দুলার এক কিশোরী (১৭), আদিতমারী ভাদাই মাস্টারপাড়ার এক পুরুষ (৩৪), পূর্ব দোলজনের এক পুরুষ (৩২), পাটগ্রাম পৌরসভার এক যুবক (২৮), পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৩৪)।
শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬০৭ জন। সুস্থ্য হয়েছেন ১ হাজার ১৩০ জন, মারা গেছেন ২৯ জন। রংপুর বিভাগে করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।