রংপুরের গঙ্গাচড়া উপজেলার জাতীয় পার্টির কোলকোন্দ ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি আবদুর রউফ, সাধারণ সম্পাদক জ্যোতি বিনোদ রায় মানিক ও সাংগঠনিক সম্পাদক পদে মনোয়ারুল ইসলাম নির্বাচিত হন। শনিবার ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে মহাসচিবের বাসভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাপা আহ্বায়ক নুর আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুর রাজ্জাক। উপজেলা জাপা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও আহ্বায়ক কমিটির সদস্য সাজু আহম্মেদ লাল, জেলা যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন লিটন, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব খতিবার রহমান, সাংগঠনিক সম্পাদক শামিম সিদ্দিকী প্রমূখ। এ সময় আহ্বায়ক কমিটির সদস্য মাহাফুজার রহমান দুলু, আলমবিদিতর ইউনিয়ন জাপার সভাপতি আফতাবুজ্জামান আফতাব, বড়বিল ইউনিয়ন জাপার সিনিয়র সহ-সভাপতি আওরঙ্গজেব হোসেন বাদশা, সাধারন সম্পাদক সুজাউদ্দৌলা সাগর, মর্ণেয়া ইউনিয়ন জাপার সাধারন সম্পাদক রেজাউল করিম রঞ্জু, নোহালী ইউনিয়ন জাপার সভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক আজিনুর, উপজেলা জাতীয় সাইবার পার্টির সভাপতি মাহফুজার রহমান, সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ, ছাত্র সমাজের সভাপতি নুরুল হুদা নাহিদসহ ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।