পঞ্চগড়ের বোদায় গত ২৩ ঁঁজুলাই (বৃহস্পতিবার) দুপুর ১২টার সময় হারিয়ে যাওয়া মাশরাফি ইসলাম আপু (৮) নামে এক শিশু লাশ অবশেষে মৃত অবস্থায় পাথরাজ নদীতে পাওয়া গেছে। সে পৌরশহরের থানা পাড়ার গ্রামের মোঃ মনিরুল ইসলামের পুত্র। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মাশরাফি ইসলাম আপু গত বৃহস্পতিবার বাড়ি থেকে খেলতে বাইরে গেলে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে নিখোজ হওয়ার বিষয়টি এলাকায় মাইকে প্রচার করা হয়। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয় টায় পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার মুজাবর্ণী বেলতলী নামক এলাকায় পাথরাজ নদীতে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।