যবিপ্রবি'র ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে যবিপ্রবি থেকে এ ফলাফল প্রকাশ করা হয়।
যবিপ্রবি'র এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার বলেন, শুক্রবার ৪ জেলার ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা পজিটিভ এবং ২১৯ জনের করোনা নেগেটিভ ফলাফল এসেছে। এর মধ্যে যশোরের ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন, মাগুরার ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১২ জন, বাগেরহাটের ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন এবং সাতক্ষীরায় ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের বাড়ি লকডাউনসহ আনুষঙ্গিক ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।