ঝিনাইদহ কালীগঞ্জে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে মানুষের মধ্যে কোন আমেজ দেখা যাচ্ছে না। বিগত বছর গুলোতে উপজেলার বিভিন্নহাট-বাজার গুলোতে অন্তত এক মাস আগে থেকেই চলতো পশু বিক্রির আনাগোনা। বসতো স্থায়ী এবং অস্থায়ী বাজারে গরু -ছাগল বিক্রির হাট। অস্থায়ী বাজার গুলোতে পশু বিক্রির জন্য বিভিন্ন সময় মাইকিং করা হতো। সব মিলিয়ে ঈদ-উল-আযহা উপলক্ষে এ উপজেলায় জমজমাট পশু হাটের পাশাপশি অন্য ব্যবসায়ীদের ব্যবসাও ছিল জমজমাট। কিন্তু এবার করোনার কারনে ঈদের আমেজ দেখা যাচ্ছে না। ব্যবসায়িরা এবার ঈদের ভীড় না থাকার কারনে চরম ভাবে হতাশ হয়ে পড়েছে।
এ বছর করোনা ভাইরাসের প্রভাবে মানুষ দীর্ঘদিন কর্মহীন হয়ে পড়ায় অনেকের উপার্জন সংকট দেখা দিয়েছে। ফলে এ বছর পশু কেনা-বেচায় মানুষের আগ্রহ তুলনামূলক অনেক কম। ফলে এ বছর ক্রেতার অভাবে পশুর দাম অনেকটা কম। গত বছর যে পশু ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এবছর তা ৫৫ থেকে ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ফলে অনেক পশুর মালিককে কাঙ্খিত দাম না পাওয়ার কারনে বাড়ী ফিরিয়ে নিতে দেখা গেছে পশু। গরু ছাগল এর দাম কম হবার কারনে পশুর মালিকরা হতাশ হয়ে পড়েছে।
শুক্রবার কালীগঞ্জ পশু হাটের অনেক ব্রিক্রেতা জানান, ৬ থেকে ৭ মাস আগে যে দামে পশু কিনেছেন, এখন তার দাম অন্তত ২০ হাজার টাকা কম বলে। এতে তিনি লোকসানের মুখে পড়বেন বলে উল্লেখ করেন। আরেক পশু বিক্রেতা কাঞ্চন আলী জানান, বাজারে পশু যা উঠেছে,তার থেকে ক্রেতা কম। ফলে ভাল দাম পাচ্ছেন না। বলে উল্লেখ করেন তিনি।
এদিকে পৌর এলাকার কতিপয় ধনাঢ্য ব্যক্তি প্রতি বছর পশু কেনার ব্যাপারে মেতে উঠতেন প্রতিযোগিতায়। কে, কত বড় এবং দামী পশু কিনতে পারেন। তারা কোরবানীর এ পশু কিনে বিভিন্ন সাজে সাজিয়ে বাজারের গুরুত্বপূর্ন সড়কে ঘোরাতেন আবার কেউ তাদের ব্যবসা বা অফিসের সামনে বেধে রাখতেন। এ বছর এ দৃশ্য চোখে পড়ছে না। সব মিলিয়ে করোনা ভাইরাসের প্রভাবে মানুষের উপার্জন সংকটের পাশাপাশি দেখা দিয়েছে আসন্ন ঈদ-উল-আযহা’র আমেজ সংকট।
বাজারে কাপড়ের দোকান, স্বর্ন, কসমেটিক,জুতাসহ ঈদের যে সব দোকানে ক্রেতাদের ভিড় হয় এবার কিন্তু সে সব দোকানে ভীড়ের কোন আলামত নাই। বিশেষ করে কাপড় ও জুতার দোকানে এবার ব্যবসা তেমন হবে না। ক্রেতার সংখ্যা একেবারেই নগন্য দেখা যাচ্ছে। জুতার দোকার কেরু জানান, সারাদিন বসে থেকে হাতে গোনা কয়েক টি ক্রেতা আসছে। টেলার্সের দোকান মালিক আব্দুল বারী জানান, করোনার কারনে এবার ব্যবসা একেবারেই মন্দা যাচ্ছে। এমন বেচা বিক্রি বড় বড় উৎসবে কখন ও হয়নি। সামান্য দু,একজন ক্রেতা আসছে অল্প টাকার কাপড় নিয়ে ও অডার দিয়ে চোলে যাচ্ছে। কসমেটিকের দোকান মালিক আজিজুল রহমান বলেন, সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত বসে থেকে ১ থেকে দেড় হাজার টাকার কসমেটিক বিক্রি হচ্ছে। একেবারেই ক্রেতা আসছে না দোকানে। কালীগঞ্জে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে মানুষের মধ্যে কোন আমেজ দেখা যাচ্ছে না।