রংপুরের মানবিক পুলিশ সুপার ও জেলা পুলিশের অভিভাবক বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম শনিবার দুপুরে প্রেস ক্লাব রংপুরের সাংবাদিকদের কাজের সুবিধার্থে দুটি অত্যাধুনিক কম্পিউটার হস্তান্তর করেছেন।
কম্পিউটার হস্তান্তরকালে পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তারা সমাজের দর্পন। তাদের লেখনির মাধ্যমে সমাজ থেকে নানা অনিয়ম অনাচার দূর হয়ে থাকে। তিনি সমাজের নানা অনিয়ম নির্ভয়ে তুলে ধরার জন্য সংবাদকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান। এ সময় প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু সাংবাদিকদের সহযোগিতা করার কাজে এগিয়ে আসার জন্য পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রেসক্লাব রংপুরের সভাপতি রশীদ বাবু ও সাধারন সম্পাদক রফিক সরকারের হাতে কম্পিউটার দুটি তুলে দেন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এসএএফ)মো: আশরাফুল আলম, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী বাংলাদেশ ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন রংপুর সাধারন সম্পাদক মমিনুল ইসলাম রিপন প্রমুখ।