পাবনার চাটমোহরের কৃতী সন্তান,বীর মুক্তিযোদ্ধা,বিশিষ্ট চিকিৎসক ডা. কমল কৃষ্ণ কুন্ডুর অর্থায়নে শুক্রবার (২৪ জুলাই) চাটমোহরের হতদরিদ্র পরিবারের মাঝে ২য় দফায় খাদ্য সহায়তা প্রদান উদ্বোধন করা হয়। স্থানীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন এএসপি (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন। এ সময় ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য,পৌর সভাপতি শম্ভুনাথ কুন্ডু,উপজেলা পূজা উদযাপন পরিষদের নহ-সভাপতি জয়দেব কুন্ডু গণো,সাংগঠনিক সম্পাদক কিংকর সাহা.মুক্তিযোদ্ধা অজিত সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন। আয়োজনকারীরা জানান,উপজেলার ২ হাজার ১শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে। প্রথম দিন ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।