খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মান্দ্রা গ্রামের জিএম সাকি ইউনুসসহ এলাকার শান্তিপ্রিয় মানুষের নামে মিথ্যা মামলা, পুলিশী হয়রানী, সরকারি ঘর দেয়ার কথা বলে গরিবের টাকা আত্মসাৎ এবং নানা অপকর্মের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি বাজারে এলাকার সন্ত্রাসী লালনকারী ঐ গ্রামের আবদুস সামাদ গাজী এবং তার সহযোগীদের বিরুদ্ধে ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণ মানবন্ধন কর্মসূচিতে অংশ নেন।
বরুনা- কপালিয়া সড়কে দীর্ঘ লাইনে মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তারা বলেন; সন্ত্রাসী গডফাদার আবদুস সামাদ গাজী তার ছেলে জিয়াউর রহমান এবং সহযোগী মশিয়ার রহমান ও তাপস মন্ডল নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে আপস করার নামে বড় অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন। সরকারি ঘর দেয়ার কথা বলে ২০-২৫টি পরিবারের কাছ থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করেছেন। এক সময়ের দিন মজুর মশিয়ার রহমান কালো টাকার পাহাড় গড়ে নওয়াপাড়া পৌর এলাকায় জমি কিনে বিলাশ বহুল বাড়ি করেছেন। দুই যুগ ধরে মান্দ্রা বিলের রাস্তার দুই পাশে লাগানো গাছ কেটে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।
মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন; নির্যাতিত জিএম সাকী ইউনুসের বোন সালমা জাহান, ইউপি সদস্য আজম হালদার, তারক মন্ডল, মফিদুল ইসলাম, আসাদুজ্জামান আকুঞ্জী, বিথীকা ধর প্রমূখ।
বক্তারা আরও বলেন; মান্দ্রা গ্রামের মৃত দীন মোহাম্মাদ গাজীর পুত্র জিএম সাকী ইউনুসের পরিবারসহ অসংখ্যা ব্যক্তির উপর চলছে শারিরীক ও অমানবিক অত্যাচার। একের পর এক হামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে করা হচ্ছে হয়রানী। বর্তমানে ঐ মহলের শিকার জিএম সাকী ইউনুস, শাহজাহান গাজী, লিটন বিশ্বাস, মাহবুব গাজী ও ফরহাদ শেখ জেলের ঘানি টানছেন। পরিবারগুলো রয়েছে এখন চরম নিরাপত্তাহীনতায়। তারা স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের দৃষ্টি কামনা করে মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।