নওগাঁর পোরশায় বন্যায় বাড়িঘর ডুবে যাওয়া বন্যাকবলীত মানুষদের ব্যবহারের জন্য সদ্য নির্মিত দু’টি ল্যাট্রিন হস্তান্তর করেছেন ব্র্যাক কতৃপক্ষ। নিতপুর সরকারী স্কুল এ- কলেজে আশ্রয় নেয়া বন্যাকবলীতদের কাছে শুক্রবার বিকালে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন দু’টি হস্তান্তর করা হয়। পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজার উদ্যেগের কারণে বানভাসি ৩৪টি পরিবারের মানুষদের চরম কষ্ট ও দূর্ভোগের কথা বিবেচনায় নিয়ে ব্র্যাক পোরশা শাখা মাধ্যমে ল্যাট্্িরন গুলো তৈরী করে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বে-সরকারী সংস্থা ব্র্যাকের প্রকল্প দাবির ডিভিশনাল ম্যানেজার কে এ রহমান, প্রগতির রংপুর ডিভিশনাল ম্যানেজার মোস্তফা মোজাহেদ উদ্দিন, দাবির আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুল ইসলাম, প্রগতির আঞ্চলিক ব্যবস্থাপক জয়নুল আবেদিন আঞ্চলিক ব্যবস্থাপক, জেলা সমন্বকারী স্বপন কুমার মিস্ত্রি, দাবির এএম সরওয়ার্দী সরকার, প্রগতির এএম মোশাররফ হোসেন ও দাবির বিএম ইসরাত জাহান।