কচুয়া উপজেলার মঘিয়া এলাকার প্রভাষক সহিদুল ইসলামের বাড়ির সামনে কচুয়া-গজালিয়া সড়কের পার্শে সম্প্রতি ঝড়ে স্থানীয় সরকার (এল জি ই ডি)বিভাগের সরকার্রি ১টি গাছ পড়ে ২টি দোকান বন্ধ হয়ে গেছে। দোকান দুইটির মালিক তাদের দোকানের উপর গাছটি পড়ায় দীর্ঘদিন ধরে তাদের দোকান খুলতে বা বন্ধ করতে পারছেন না। ফলে দোকান দুইটির মালিক তাদের দোকান খুলতে না পারার কারণে তাদের দোকানের মালামাল ক্রয় বিক্রয় করতে পারছে না, যার কারণে তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে।
এ বিষয়টি নিয়ে দোকান দুইটির মালিক ও জায়গার মলিক উভয়ে মিলে আমাদের পতিনিধি বলেন যে, আমরা আমাদের এই বিষয়টি সমাধানের জন্য কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিষয়টি জানালে তিনি সামাজিক বনায়ন বিভাগে যোগাযোগ করতে বলেন। আমরা কয়েক বার সামাজিক বনায়ন বিভাগে যোগাযোগ করে কোন প্রকার সমাধান পাই নাই্। দোকান ২টি খুলতে না পারার কারণে আমাদের দোকানের মালামাল ক্রয় বিক্রয় করতে পারছি না, ফলে আমাদের পরিবার নিয়ে আমরা দু”বেলা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি। একারনে বিষয়টি যাতে দ্রুত সমাধান হয় তার জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষের আশু হস্তেক্ষেপ কামনা করছি।