নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৪ বারের নির্বাচিত মেয়র এবং সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার প্রবর্তিত পৌর মেধাবৃৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের বৃৃত্তির সনদ ও চেক প্রদান করা হয়েছে।
গতকাল পৌরসভা চত্বরে উপস্থিত প্রতিষ্ঠান প্রধানদের হাতে নিজ নিজ শিক্ষার্থীদের বৃত্তির সনদ ও চেক তুলে দেন মেয়র আমজাদ হোসেন সরকার। তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমানের হাতেব বৃৃত্তির চেক ও সনদের খাম তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার হিসাব রক্ষক আবু তাহের, তথ্য কর্মকর্তা ও কথা সাহিত্যিক আকমল হোসেন সরকার প্রমুখ।
এবার পৌর এলাকার ১৭ শিক্ষা প্র্রতিষ্ঠানের মোট ৯০ জন শিক্ষার্থী পৌরবৃত্তি পেয়েছে। কিন্ডারগার্টেন, প্রাথমিক ও জুনিয়র ববৃত্ত এ তিন বিভাগে ৩০ জন করে মেধাবীকে বৃত্তি প্রদান করা হয়। ২০১৯ সালের পৌরবৃৃত্তি পরীক্ষায় প্রাথমিক (কিন্ডারগার্টেন) বিভাগে প্রথম স্থান অর্জন করেছে লায়ন্স স্কুলের সুবাত সায়েদা সাফা। এ স্কুল থেকে আরো ৬ জন বৃত্তি পেয়েছে।
দ্বিতীয় স্থান অর্জনকারী তাসনিম জান্নাত শেফাসহ সেন্ট জেরোজা জুনিয়র স্কুল থেকে ৭ জন। ক্যান্ট পাবলিক স্কুল এ- কলেজের আবিদা অরিনত তৃৃতীয় স্থান অর্জন করাসহ ৬ জন। এ ছাড়া আল-ফারুক একাডেমির ৭ জন, ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের ২ জন ও সানফ্লাওয়ার স্কুলের ১ জন বৃত্তি পেয়েছে। প্র্রাথমিক বিভাগে প্রথম ও তৃৃতীয় স্থানসহ ১০ জন পেয়েছে তুলশীরাম সরকারি প্র থমিক বিদ্যালয় থেকে। দ্বিতীয় হয়েছে রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাদিয়া খাতুন। এ স্কুল থেকে আরও ৩ জন বৃত্তি পেয়েছে। ৬ জন শিক্ষার্থী রহমত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ ছাড়া ২ জন করে বৃত্তি পেয়েছে নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৪টি প্রতিষ্ঠানের ১ জন করে এ বিভাগেবৃৃত্তি পেয়েছে। সেগুলো হলো কয়ানিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইত্তেহাদুল মুসলেমিন সরকারি প্র্রাথমিক বিদ্যালয়, নিয়ামতপুর সরকারি প্র্রাথমিক বিদ্যালয় ও ক্যান্ট বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জুনিয়র সর্বোচ্চ বৃত্তি অর্জন করেছে সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়। মেধা তালিকার চতুর্থ স্থান বাদে প্র্রথম স্থান থেকে দশম স্থান ও উনিশতম স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানের ১০ জন। ৮ জন বৃত্তি পেয়ে প্র্রতিষ্ঠানগতভাবে দ্বিতীয় হয়েছে ক্যান্ট পাবলিক স্কুল এ- কলেজ। এছাড়াও লায়ন্স স্কুল এ- কলেজের ৫ জন, আল ফারুক একাডেমির ৩ জন ও সানফ্লাওয়ার স্কুলের ২ জন এ বিভাগে বৃৃত্তি পেয়েছে।
গত ২০১৯ সালের ৬ ডিসেম্বর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ পৌর বৃৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।