নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসের ২ মাঠকর্মীর বিরুদ্ধে গবাদিপশুকে মেয়াদোর্ত্তীণ ভ্যাকসিন প্রয়োগের অভিযোগ উঠেছে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলায় প্রাণি সম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প এবং ডেইরি উন্নয়ন প্রকল্প চালু রয়েছে। এ প্রকল্পের আওতায় গবাদিপশুর অ্যানথ্রাক্স (তড়কা), খুড়া এবং পিপিআর রোগের ভ্যাসকিন দেওয়া হয়ে থাকে। আর উল্লিখিত দুইটি প্রকল্পের আওতায় এসব ভ্যাকসিন দেয়ার জন্য সৈয়দপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের ১ জন করে ইউনিয়ন ভ্যাকসিনেটর এবং ১ জন করে এলএসপি কর্মরত আছেন। তারা এলাকায় গিয়ে গবাদিপশুকে অ্যানথ্রাক্স খুরা এবং পিপিআর রোগের ভ্যাকসিন প্রয়োগ করাসহ লালন-পালনে পরামর্শ প্রদান করে থাকেন। আর এসব ভ্যাকসিন উপজেলা প্রাণি সম্পদ অফিস থেকে সরবরাহ করা হয়। ২১ জুলাই মাঠ কর্মী ইউনিয়ন ভ্যাকসিনেটর সাখাওয়াৎ হোসেন এবং ডেইরি উন্নয়ন প্রকল্পের মাঠকর্মী এলএসপি নাজমুল নাহার উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই এলাকায় ভ্যাকসিন দিতে যান। এ বিষয়টি মসজিদেও মাইকে প্রচার করা হয়। কামারপুকুর ইউনিয়নের অসুরখাই সরকারি প্রাাথমিক বিদ্যালয় মাঠে গরু -ছাগলকে ভ্যাকসিন দেয়ার কাজ শুরু করেন প্রাণি সম্পদ কার্যালয়ের মাঠকর্মী। মশিউর রহমান, রজব আলী, আবদুল জলিল,শরীফ, সুলতান,নাইমসহ এর গরুকে ভ্যাকসিন দেয়া হয়। এলাকার জনৈক লতা মতিন নামের ১ জনের একটি বাছুর গরুকে ভ্যাকসিন দেন মাঠকর্মী সাখাওয়াৎ হোসেন। আর ওই ভ্যাকসিন দেয়ার পরই বাছুর গরুটি ছটফট,করতে করতে অসুস্থ হয়ে পড়ে। এতে অন্যান্য গরু মালিকরা অবাক হয়ে যান। তারা মাঠকর্মী সাখাওয়াৎ হোসেনের নিয়ে আসা ছয়টি ভ্যাকসিনের বোতল হাতে নিয়ে দেখতে পান সবগুলোরই মেয়াদোর্ত্তীণ। পওে তারা ২ মাঠকর্মীকে আটকে রাখেন।
বিষয়টি জানান সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ এবং উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হককে। সেই সাথে মাঠকর্মী ২ জনকে ছেড়ে দেয়া হয়।
সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক বলেন, ওই ইউনিয়ন ভ্যাকসিনেটরকে অফিস থেকে কোন ভ্যাকসিন সরবরাহ করা হয়নি। তিনি আরো জানান, গত দেড় মাস আগেই অফিসে সরবরাহকৃত ভ্যাকসিন শেষ হয়ে গেছে। আমার অফিসের স্টোরে কোন ভ্যাকসিন নেই। ভ্যাকসিনে জন্য আমি চাহিদা দিয়েছি। তবে উদ্ধারকৃত ভ্যাকসিনগুলো সরকারি। ওই মাঠকর্মী সে সব মেয়াদোর্ত্তীণ ভ্যাকসিন কোথায় পেল কিভাবে পেল তা তদন্ত করে সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেয়া হবে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, বিষয়টি গুরুতর অপরাধ। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।