মুজিব বর্ষ উপলক্ষে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বৃক্ষরোপন কর্মসুচির অংশ হিসেবে শুক্রবার সকালে রংপুরের ডিমলা রাজ দেবোত্তর এসেস্ট (ডিমলা কালী মন্দির) এবং শ্রী শ্রী রাজ রাজেশ^রী দেবোত্তর এসেস্ট (দূর্গা মন্দিরে) বিভিন্ন জাতের ফলজ,বনজ ও ওষুধি গাছের চারা রোপন ও বিতরন করা হয়েছে।
কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা কমিটির আয়োজনে এবং সামাজিক বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটি‘র সদস্য সচিব ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি সুশান্ত ভৌমিক।
এসময় এসব কর্মসুচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা কমিটির সাধারন সম্পাদক স্বপন কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ছাত্র যুব ঐক্য পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি প্রহলাদ রায়, ডিমলা রাজ দেবোত্তর এসেস্ট পরিচালনা কমিটির সদস্য শ্রী বিপুল কুমার রায়, শ্রী শংকর ধর, বাবু মহন্ত এবং অশোক কুমার প্রমুখ।
কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটি‘র সদস্য সচিব ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি সুশান্ত ভৌমিক বলেন, পর্যায়ক্রমে রংপুরের বিভিন্ন শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরন এবং ফলজ,বনজ ও ওষুধি গাছের চারা বিতরন করা হবে।
কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে তুষার কান্তি মন্ডলের বৃক্ষ রোপন
< স্টাফ করেসপন্ডেন্ট, মমিনুল ইসলাম রিপন রংপুর (২৪জুলাই) ॥॥ নগরীর কেরামতিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফলজ বৃক্ষের চারা রোপণ করেছে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। শুক্রবার সকাল ১১ টায় আম গাছের চারা রোপণ করে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেরামতিয়া উচ্চবিদ্যালয়ের সভাপতি ও রংপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আতোয়ারুজ্জামান লাঞ্চু, সাবেক ছাত্রনেতা বাবু, মহিলা আওয়ামী লীগের নেত্রী সালমা ইসলাম পপি, জাকিয়া আহসান লাকী, নাজমিন রহমান, ফেরদৈসি জেসমিন মালা, ফাতেমা আক্তার প্রমুখ। তুষার কান্তি মন্ডল বলেন, রংপুর নগরীকে সবুজ নগরী করতে বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে নগরীর ৩৩ টি ওয়ার্ডের প্রায় বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বিভিন্ন স্কুল কলেজের মাঠে চারা রোপন করা হচ্ছে। তিনি আরো বলেন, রংপুর আমাদের, রংপুরকে সবুজ নগরী ও পরিকল্পিত একটি আধুনিক নগরী গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানান।