রংপুর বিভাগীয় কমিশনার গতকাল কুড়িগ্রাম জেলাধীন রৌমারী ও রাজিবপুর উপজেলা কর্মকর্তাদের সঙ্গে উন্নয়নমূলক মতবিনিময় সভা করেছেন। রৌমারী এবং রাজিবপুরসহ দু উপজেলা নানা সমস্যা নিয়ে স্থানীয় জন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। মতবিনিময় সভায় জন প্রতিনিধিরা কমিশনারকে এলাকার বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। সে বিষয় গুলো তিনি বাস্তবে দেখে অবাক হয়েছেন এবং একমত প্রকাশ করেছেন। তিনি বলেন আমি আপনাদের জন্য সাধ্যনুযায়ী চেষ্টা করবো। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার কেএম, তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্তিতি ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রসাশক রেজাউল করিম। স্থানীয় উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবিরুল ইসলাম, এএসপি সার্কেল মাফুজার রহমান, রৌমারী থানার ওসি দিলোয়ার হাসান এনাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু সহ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী। মতবিনিময় সভার প্রধান অতিথি কেএম তারিকুল ইসলাম বক্তব্যে বলেন দেশের ৬৪ জেলার মধ্যে কুড়িগ্রাম জেলার প্রতি সুদৃষ্টি রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশে যতই দুর্ভোগ আসুক না কেন সেটি সামলানো সক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় সবসময়ই দেশের জন্য চিন্তা থেকে যায়। তিনি তার বক্তব্যে আরও বলেন দেশের যতটা উপজেলা রয়েছে তারমধ্যে রৌমারী ও রাজিবপুরকে একমনে করা যাবেনা। এই দুটি উপজেলায় সবচাইতে বেশি বরাদ্দের ব্যবস্থা করতে হবে এবং আমি আমার সকলকেই জানাবো যাতে করে রৌমারী মুক্তাঞ্চলটিকে এগিয়ে নেয়া যায় সেদিকে আমার সুদৃষ্টি থাকবে। তারপর এই এলাকায় না আসলে বুঝতেই পারতাম না দুই উপজেলার কি অবস্থা। এই দুইটি উপজেলায় তিন দফা বন্যায় দেশের সবচাইতে ক্ষতি হয়েছে বেশি। তার বাস্তবতা আমি নিজেই দেখলাম। রৌমারী এবং রাজিবপুর দুই উপজেলা পুরোপুরিই সবাই পানি বন্দি দীর্ঘদিন ধরে যেনেই আমি বাস্তবে দেখার জন্য এসেছি আমি আমার সাধ্যমত চেষ্টা করবো। আর দুই উপজেলার জনপ্রতিনিধিদের যেসব সমস্যা এবং উন্নয়নমূলক কাজের দাবি মতবিনিময় সভায় উঠে এসেছে সবগুলি গ্রত্বপূর্ন বিষয় আমি এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো।