দূরে থেকেও কাছে থাকি, দেশটাকে ভালবাসি প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে বাংলাদেশ স্কাউটস’র উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে হল রুমে দিনাজপুর অঞ্চলের পরিচালনায় উপজেলা স্কাউটস কমিটি এ সভার আয়োজন করেন। উপজেলা স্কউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নীলফামারী জেলা স্কাউটসের সেক্রেটারী এসএম কিবরিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফা আক্তার, উপজেলা স্কাউটসের সেক্রেটারী গোলাম আজম ও স্কাউটস কমিশনার ফজলে রহমান প্রমূখ। উপজেলা পর্যায়ে স্কাউটসের দল গঠন ও পরিচালনা সংক্রান্ত এ উদ্বুদ্ধকরণ সভায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।