মুজিব বর্ষের আহবান তিনটি করে গাছ লাগান স্লোগান কে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুরে নালিতাবাড়ী শহরের বাইপাস এলাকায় হাইওয়ে রোডে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রলীগের গৃহিত কর্মসূচীর অংশ হিসাবে এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারন সম্পাদক আনিসুর রহমান আনোয়ারুল, সাবেক ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম রাজিব, আবু ইলিয়াছ সাদ্দাম, আরিফ হোসেন, সৈকত, রানা, রিয়াদ, নাজমুল, হাসান, সাব্বির আহম্মেদ বাদশাসহ প্রমুখ।