আসুন, সবাই মিলে শপথ করি, করোনা সহনশীল এলাকা গড়ি” স্লোগানকে সামনে রেখে গত ১৮ জুলাই রংপুরের গঙ্গাচড়ায় ইয়ুথ ফোরামের আয়োজনে করোনা ও বন্যাকালীন সময়ে ইয়ুথদের করনীয় নির্ধারন সভা অনুষ্ঠিত হয়েছে। করোনকালীন সময়ে ইয়ুথ সদস্যরা অন্যান্যের সম্পৃক্ত করে করোনা সহিষ্ণু গ্রাম গড়ে তোলার ক্ষেত্রে কিভাবে আরো সক্রিয় ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে- মানুষের মাঝে করোনা বিষয়ে পরিষ্কার ধারনা প্রদানের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা, যেন সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলে।যাদের ভেতর ইতিধ্যেই করোনার লক্ষণ দেখা দিয়েছে বা বাইরে থেকে আসা সন্দেহভাজন ব্যক্তিদের পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা করে রাখার ব্যবস্থা করা। করোনার প্রভাবের কারণে যারা এর মধ্যেই কর্ম হারিয়ে চরম খাদ্য সংকটের মাঝে পড়েছে তাদেরকে সরকারী প্রতিষ্ঠান বা কমিউনিটির বিত্তবাদের সহায়তায় খাদ্য সহায়তা নিশ্চিত করা। উপজেলার বন্যার্ত অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানবতার কল্যাণ ফান্ড গঠনের লক্ষ্যে নিজ নিজ এলাকার বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও নিজেদের অর্থ সংগ্রহ করে একত্র করা। সেই সাথে কোন এলাকাতে কত তারিখে ফান্ড সংগ্রহ করা হবে তার তারিখ নির্ধারন করা হয়। এদিকে মুজিব বর্ষ উপলক্ষে উপস্থিত প্রতিজন ইয়ুথ সদস্য কমপক্ষে ২টি করে নিজেরা গাছ লাগানো এবং অন্যদেরও বেশী বেশী গাছ লাগাতে উদ্বুদ্ধ করা। কেরোনা প্রতিরোধে লেবু এবং পেয়ারার গাছের উপর গুরুত্ব দেয়া। উল্লেখ্য দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ তৃণমূলে মানুষকে সংগঠিত, অনুপ্রাণিত ও ক্ষমতায়িত করে করোনা সহনশীল গ্রাম গড়ে তোলার কৌশল হিসেবে গ্রাম উন্নয়ন দল গঠন, তরণ তরুনীদের নেতৃত্বের বিকাশ, নারীনেত্রী এবং জনপ্রতিনিধিদের কার্যকর নেতৃত্ব ও ভুমিকার উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে।