রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর সমবায় মার্কেট ভবনে বিভিন্ন পত্রিকার স্টাফ রিপোর্টার, ফটো সাংবাদিকের মাঝে এ চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রকৌশলী শাহাদত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তুষার কান্তি মন্ডল বলেন, রংপুর নগরীকে সবুজ নগরী করতে বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে রংপুর মহানগর আওয়ামী লীগ থেকে। ইতোমধ্যে নগরীর ৩৩ টি ওয়ার্ডের প্রায় বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বিভিন্ন স্কুল কলেজের মাঠে চারা রোপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের মাঝে ফলজ আম ও লিচুর চারা বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, রংপুর আমাদের, রংপুরকে সবুজ নগরী ও পরিকল্পিত একটি আধুনিক নগরী গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানান।