নওগাঁর ধামইরহাটে ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের ১ হাজার ৫ শত ৪৩ টি পরিবারের মাঝে ভিজিএফ’ এর চাল বিতরণ সম্পন্ন হয়েছে। ২৩ জুলাই সকাল ১০ টায় সামাজিক দুরত্ব বজায় রেখে প্রত্যেক কে ১০ কেজি করে মোট ১৫ হাজার ৪ শত ৩০ কেজ চাল বিতরণ করা হয়। এ সময় ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য রেহেনা পারভীন, আ. সালাম ফুল্টু, এনামুল হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল বাবু, সিনিয়র সাংবাদিক হারুন আল রশিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ২২ জুলাই ভিজিএফ বিতরণ কর্মসূচিতে ১ হাজার ৪শত ৯৬ জন চাল গ্রহণ করেন। তালিকায় থাকা আরও ৪৭ জন অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যান কারুজ্জামান প্রতিটি বাড়ীতে গ্রাম পুলিশ দ্বারা খবর পাঠিয়ে দিলে বৃহস্পতিবার সকালে তারা চাল নিয়ে যান এবং বাড়ীতে গিয়ে খবর দিয়ে পরিষদে ডেকে এনে ভিজিএফ’র চাল দেওয়ায় এবং করোনা কালীন পরিস্থিতিতে নিজ উদ্যোগে ত্রাণ সহযোগিতা, সরকারি প্রনোদনা সঠিক ভাবে বিতরণ ও প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে ভুক্তভোগীদের খোঁজ নেওয়ায় এলাকাবাসী চেয়ারম্যান কামরুজ্জামানের ভূয়সী প্রশংসা করেন উপকারভোগীরা।