মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে মৎস্য আইন বাস্তবায়নে ভ্রমাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মৎস্য/মাছ শিকারকালে হাতেনাতে ধরে প্রায় চার হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংশ করা হয়েছে। মধূমতি নদীর গিরিশনগর এলাকায় কয়েক জেলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই জাল জব্দ করে পুড়িয়ে ভষ্ম/ধ্বংশ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফ্ফারা তাসনীন। এ সময় উপস্থিত ছিলেন-সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, উপ-পুলিশ পরিদর্শক মোঃ ওলিউর রহমান, মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী বরুন মন্ডল ও মোঃ জামশেদ আলী, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মোল্লা ও এস,এম, মিজানুর রহমান প্রমূখ।