বৃহস্পতিবার (২৩ জুলাই) অভিযান চালিয়ে অনুমোদনহীন পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের দায়ে এমআর এন্টারপ্রাইজ নামে এক কারখানার মালিককে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানের মালিক মামুন অর রশিদকে এ দন্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান জানান, যশোর সদরের কিসমত নওয়াপাড়া এলাকার এমআর এন্টারপ্রাইজ অনুমোদন ছাড়াই অ্যাসিড জাতীয় পণ্য যেমন ভিক্সল, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি তৈরি করে তার সংরক্ষণ ও বিপণন করছে। অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এজন্য বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন ও বিপণন এবং অবৈধভাবে নামী দামী কোম্পানির মোড়ক ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৩৭. ৪৩ ও ৫৩ ধারায় জরিমানা করে তা আদায় এবং একইসাথে একবছরের কারাদণ্ড দেয়া হয়েছে।