ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার পৃথক দু,গ্রামে দুইজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। শহরের আড়পাড়া বিহারীমোড় এলাকায় নারানচন্দ্র মল্লিক ও থানাপাড়া এলাকার আবু খালিদ খান স্বপন নামে দু,জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে নারানচন্দ্র মল্লিক ঝিনাইদহ সদর হাসপাতাল ও আবু খালিদ স্বপন বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মারা যায়।
ঝিনাইদহ সদর হাসপাতালের ডাঃ লিমন হোসেন জানান, গত ৩দিন আগে নারানচন্দ্র মল্লিক করোনার উপসর্গে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়। তাকে সেখানে চিকিতসা দেওয়া অবস্থায় বুধবার রাত সাড়ে ৮ টার দিকে মারা যান। গত ১৮ জুলাই নারান চন্দ্রের বড় ভাই বিমল চন্দ্র মল্লিক করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। বিমল চন্দ্র মৃত্যুর দু,দিন আগে নমুনা দিলে পজিটিভ রিপোট আসে। নারানচন্দ্র ও বিমলচন্দ্র আড়পাড়া বিহারীমোড় এলাকার বিবেশ্বর মল্লিকের ছেলে।
অপরদিকে থানাপাড়া এলাকার আবু খালিদ স্বপন গত ১৮ জুন করোনা আক্রান্ত হবার পর সে কালীগঞ্জ থেকে ঢাকা নারানগঞ্জ একটি হাসপাতালে চিকিতসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে সে মারা যায়। স্বপন শহরের একজন বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ি এবং মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের মানেজিং কমিটির সদস্য ছিলেন।
বৃহস্পতিবার কালীগঞ্জে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও এপর্যন্ত করোনায় আক্রান্ত হল ২৩১ জন এবং মৃত্যু হয়েছে ৭ জন।