নীলফামারীর ডোমার ঊপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে উন্নয়ন সহায়তা ও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে শিক্ষা বৃত্তি ও উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ওসি মোস্তাফিজার রহমান, প্রকৌশলী মিজানুর রহমান সরদার প্রমূখ।
প্রসঙ্গত: প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহায়তা উপজেলার ১২৫ জনকে জনপ্রতি দুই হাজার টাকা দেওয়া হয়। সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ৩০ জন ছাত্র-ছাত্রীকে বাই সাইকেল, ১৮৬ জনকে শিক্ষা বৃত্তি ও ১০০ জনের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।