কুড়িগ্রামের রাজিবপুরে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার রাজিবপুর ১নং ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো।
এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা আ.লীগ সভাপতি আবদুল হাই সরকার, সাধারণ সম্পাদক শফিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহাদৎ ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উপজেলার সদর ইউনিয়নে ৬৬৮৫টি, কোদালকাটি ইউনিয়নে ৫১৭২টি এবং মোহনগঞ্জ ইউনিয়নে ৪৭৭৮টি মোট ১৬৬৩৫টি দুস্থ্য পরিবার এ সুবিধা পাবে। প্রত্যেকটি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হবে।
এ বিষয়ে রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুল আলম জানান, “বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম ঈদের আগেই শেষ করা হবে।