কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়রা বাজার সহ বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক না পরার অপরাধে জরিমানা আদায় করা হয়েছে। এ সময় প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরন করা হয়। গতকাল ২৩ জুলাই সকালে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর-ই-আলম ছিদ্দিকি অভিযান চালিয়ে মাস্ক না পরার অপরাধে এ জরিমানা আদায় করেন। অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস সাংবাদিকদের বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে মাস্ক পরিধান করতে হবে। স্বাস্থ্য সেবা মেনে সামাজিক দুরুত্ব বজায় রেখে সকলকে চলতে হবে। সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। এজন্য তিনি সকলকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।