কুড়িগ্রামের চিলমারী প্রেস ক্লাবের উদ্যোগে দীর্ঘমেয়াদী বন্যার কবল থেকে রক্ষার্থে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নতুন স্ল্যুইচ গেট নির্মাণ, পুরাতন স্ল্যুইচ গেট সংস্কার ও নতুন বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জলমগ্ন চিলমারী উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন পেশা শ্রেণির শতশত মানুষ যোগদান করেন। ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন প্রমুখ। বক্তাগণ চিলমারীকে দীর্ঘমেয়াদী বন্যার কবল থেকে রক্ষার্থে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নতুন স্ল্যুইচ গেট নির্মাণ, পুরাতন স্ল্যুইচ গেট সংস্কার ও নতুন বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।