নওগাঁয় আজ ২২ জুলাই বুধবার থেকে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১২ টায় ঢাকা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁ জেলায় ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁ ছাড়াও জয়পুরহাট, পটুয়াখালী ও বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্ডক্রমের উদ্বোধন করা হয়।
নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. শওকত কামাল জানান, বুধবার নওগাঁ, জয়পুরহাট, পটুয়াখালী ও বরিশালসহ দেশের মোট ৩৪ টি জেলায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. শওকত কামালসহ নওগাঁ অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলায় প্রথম ব্যক্তি হিসেবে এনটিভির স্টাফ করেসপনডেন্ট আসাদুর রহমান জয়ের ছবি তুলে ও বায়োমেট্রিক ছাপ নিয়ে নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রমের উদ্বোধন করা হয়। দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে মেশিন রিডেবল পাসপোর্টে এর কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে নওগাঁ জেলার সকল বাসিন্দা নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেই ই-পাসপোর্ট সেবা পাবেন বলে পাসপোর্ট অফিস সুত্রে জানানো হয়েছে।