রংপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে ৮ উপজেলার নেতা-কর্মিদের নিয়ে জরুরী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে রংপুরে সেন্টালরোডস্থ জাতীয় পার্টির দলিয় কার্যালয়ে রংপুর জেলা জাতীয় পার্টির অন্তরভুক্ত ৮ উপজেলা জাতীয় পার্টির কমিটিকে সু-সংগঠিত ও আরো শক্তিশালী করার লক্ষে জরুরী সভায় জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আবদুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন লিটন, সাংগঠনিক সম্পাদক শামীম সিদ্দিকী, খতিবার রহমান, প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন, শ্রম বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, জেলা কমিটির সদস্য এ্যাড. মোকাম্মেল হক চৌধুরী, রংপুর জেলা জাতীয় যুবসংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, রংপুর জেলা মহিলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক দুলালী বেগম, পীরগাছা উপজেলা চেয়ারম্যান মাহাবুবুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ন আহ্বায়ক মুহিন সরকার, রংপুর জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আবুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।