ডুমুরিয়া উপজেলার থুকড়া বাজার বনিক সমিতি'র সহ-সভাপতি মানিক রায় ও কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে সমিতির গঠনতন্ত্র ও সরকারি নির্দেশনা উপেক্ষা করে সাধারণ সভা আহবানের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার রাত ৮ টায় আহূত সভাকে কেন্দ্র করে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, উপজেলার থুকড়া বাজার বনিক সমিতির দুই বছর মেয়াদী নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে গত ২৮ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে আবদুল হামিদ বিশ্বাস,সিনিয়র সহ-সভাপতি হিসেবে ইব্রাহীম মোল্যা,সহ-সভাপতি হিসেবে ডাঃ মানিক রায়, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ইদ্রীস মোল্যাসহ সমিতির ১৫ টি পদের বিপরীতে ১৪টি পদে কর্মকর্তা ও সদস্য নির্বাচিত হন। গত ১৪ ফেব্রুয়ারী নব নির্বাচিত কমিটি দায়ীত্বভার গ্রহন করেন। দায়ীত্বভার গ্রহন কালে বিগত কমিটির কর্মকর্তারা সমিতির আয়-ব্যয়ের হিসাব নিকাশ ও সমিতি কার্যালয়ের তালা-চাবি হস্তান্তর না করে বিদায় নেন। যদিও বর্তমান কমিটির সাধারন সম্পাদক ইদ্রিস মোল্যাসহ অন্তত ৮ জন কর্মকর্তা ও সদস্য রয়েছেন যারা বিগত কমিটিতে ছিলেন।বর্তমান কমিটির সভাপতি আবদুল হামিদ বিশ্বাস বিগত কমিটির নিকট তিন বার লিখিত ভাবে হিসাব নিকাশ বুঝে দেয়ার জন্যে নোটিশ প্রদান করলেও এখনও পর্যন্ত তারা হিসাব নিকাশ বুঝে না দিয়ে উপরন্তু সভাপতি ও সিনিয়র সহ-সভাপতিকে কমিটি থেকে অপসারণের জন্যে নানান চক্রান্তে লিপ্ত রয়েছেন। তারই ধারা বাহিকতায় সমিতির গঠনতন্ত্রের বিধি বিধান উপেক্ষা এবং করোনা সংক্রমন রোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বৃহস্পতিবার রাত ৮টায় সহ-সভাপতি মানিক রায়কে দিয়ে এখতিয়ার বহির্ভূত একটি জরুরী সাধারণ সভা আহবান করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে সভা আহবান কারী সমিতির সহ-সভাপতি মানিক রায়ের কাছে জানতে চাইলে তিনি জানান, সমিতির সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির বিরুদ্ধে কমিটির সংখ্যা গরিষ্ট সদস্য বিভিন্ন অভিযোগ এনেছেন। যার প্রেক্ষিতে সাধারন সভা ডাকা হয়েছে।করোনা কালিন লক ডাউন চলাকালিন সময়ে সভা আহবান করতে প্রশাসনের অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি স্হানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছেন বলে জানান। এ দিকে বাজারের সাধারণ ব্যবসায়ী মোনায়েম গাজীসহ ১৭৪ জন সাধারণ ব্যবসায়ী গত ২০শে জুলাই স্হানীয় ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দীনের কাছে একটি লিখিত আবেদনে জানিয়েছে বর্তমান কমিটির সভাপতি বিগত সময়ের হিসাব নিকাশ চাওয়ায় তার উপর ক্ষুব্দ হয়ে তাকে ও সিনিয়র সহ-সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে অনাস্হা প্রস্তাব আনতে বিধি বহির্ভূত ভাবে সাধারন সভা আহবান করেছেন। আমরা সাধারন ব্যবসায়ীরা এ সভা বয়কটসহ বিগত কমিটির আমলের হিসাব নিকাশ পেতে চাই। এ প্রসঙ্গে কমিটির সভাপতি আবদুল হামিদ বিশ্বাস ও সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম মোল্যার কাছে জানতে চাইলে তারা জানান, সমিতির বর্তমান কমিটির সাধারন সম্পাদক ইদ্রিস মোল্যাসহ বিগত কমিটির বেশ কয়েক জন কর্মকর্তা ও সদস্য বিগত কমিটিতে ছিলেন। ওই সময়ে সমিতির বেশ কয়েক জন নেতা দূর্নীতি ও অনিময় করায় হিসাব দিতে চাইছেন না। তাই আমরা যখন জোরালো ভাবে হিসাব নিকাশ চেয়েছি তখনই আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে আমাদেরকে সমিতির নেতৃত্ব থেকে অপসারণের জন্যে নানান পায়তারা করছেন। এ বিষয়ে জানতে চাইলে স্হানীয় ইউপি চেয়ারম্যান খান সাকুর উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাজারের অনেক সাধারন ব্যবসায়ীর স্বাক্ষরিত একটি আবেদন পেয়েছি। বিবাদমান উভয় পক্ষেকে বিধি বহির্ভূত ভাবে কোন কিছু না করে ধর্য্য ধারণ করে বিধি সম্মত ভাবে ফয়সালার কথা তাদের জানিয়েছি।