নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বন্যা, দূর্যোগক্রান্ত দুঃস্থ, অতিদরিদ্র ব্যক্তি ও পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। পৌর সভার ১৫টি ওয়ার্ডে এজন্য বরাদ্দ দেয়া হয়েছে ৪৬ হাজার ২শ ১০ মেট্রিক টন ভিজিএফ চাল। এ চাল পাবেন যাদের বসতভিটা ছাড়া কোন জমি নেই। যে পরিবার দিন মজুরের উপর নির্ভরশীল। যে পরিবার মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল। যে পরিবারে কোন উপার্জনক্ষম পুরুষ নেই। যে পরিবারে স্কুলগামি শিশুকে কাজ করতে হয়। যার কোন সম্পদ নেই। স্বামী পরিত্যক্তা বা তালাকপ্রাপ্ত। অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার। প্রতিবন্ধী পরিবার। যে পরিবার কোন ক্ষুদ্র ঋণ প্রাপ্ত হয়নি। যে পরিবার দুবেলা খাবার পায় না। যারা দুর্যোগের শিকার হয়ে খাদ্য সংকটে পড়েছে। ৯ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা ভিজিএফ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ ওই সভায় সভাপতিত্ব করেন পৌর সভার প্যানেল মেয়র - ১ জিয়াউল হক জিয়া জানান, ৪ হাজার ৬শ ২১ জন কার্ডধারির মধ্যে প্রথ্যেকে ১০ কেজি করে চাল দেয়া হবে। তিনি বলেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রনালয় থেকে এ বরাদ্দ দেয়া হয়।