পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম টানা ৭ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ২১ জুলাই রাতে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা। তিনি জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে চতুর্দেশীয় এ বন্দরের কার্যক্রম (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) আগামী বুধবার ২৯ জুলাই থেকে মঙ্গলবার ৪ আগস্ট পর্যন্ত টানা ৭ দিন বন্ধ থাকবে। তিনি আরো জানান, অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক টানা ৭ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী বুধবার ৫ আগস্ট থেকে আগের মত যথারীতি আমদানি-রফতানির ব্যবসায়িক কার্যক্রম চলবে। এ ছুটির সময়ে বন্দরের স্বাভাবিক কার্যক্রম সরকারী নিয়মানুযায়ী চলবে।