বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের তিন বার নির্বাচিত প্রাক্তন চেয়ারম্যান মোডল আজহার আলী(৬০) মঙ্গলবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। তার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি হঠাৎ অসুস্থতা বোধ করলে, পরিবারের লোকজন তাকে নিয়ে চিকিৎসার জন্য খুলনার উদ্দেশ্যে রওনা হলে পথেই তার মৃত্যু হয়। নলধা মৌভোগ ইউপির বর্তমান চেয়ারম্যান কাজী মোহাম্মদ মহসীন জানান, মৃত্যুকালে তার দুই স্ত্রীর দুই পুত্র ও এক কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।