নীলফামারী জেলায় নতুন করে আরো ৫ জন করোনা শনাক্ত হয়েছে। ২১ জুলাই রাতে জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন এ তথ্য জানান। তিনি বলেন, দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রির্পোটে নতুন ৫ জন করোনা পজেটিভের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের হেলথ এডুকেটর আবদুল বাসেদ (৪০) করোনা পজেটিভ হয়েছে। এ ছাড়া ডিমলা হাসপাতালে ১৭ বছরের ১ কিশোর, জলঢাকা উপজেলার মাথাভাঙ্গা এলাকায় ১৩ বছরের ১ কিশোরী, উপজেলার কাঁঠালী ইউনিয়নের পূর্ব কাঁঠালী গ্রামের ১ জন ও সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ায় ১ জন।
সূত্র মতে, এ নিয়ে নীলফামারী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫শ ৯৫ জন। নীলফামারী সদরে ২শ ৭৩ জন, জলঢাকা উপজেলায় ৯১ জন, সৈয়দপুর উপজেলায় ৮১ জন, ডিমলা উপজেলায় ৬১ জন, ডোমার উপজেলায় ৫ ১জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৮ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে ফিরে গেছে ৪শ ৬১ জন। চিকিৎসাধীন রয়েছে ৯৪ জন। মারা গেছে ২ নারীসহ ৯ জন।