খুলনা-৬ এমপি আক্তারুজ্জামান বাবু বলেন ঘূর্নিঝড় আম্ফান পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার উপকূলীয় এলাকা পাইকগাছা-কয়রায় টেকসহি বেড়িবাঁধ নির্মাণে ৮ হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। বুধবার সকালে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ কথা বলেন। পৌরসভা অভ্যন্তরে লবণ পানি উত্তোলন বন্ধের পূর্ব সিদ্ধান্ত কার্যকরের নির্দেশনা দিয়ে তিনি তালা ১৮ থেকে কয়রা পর্যন্ত সড়কের সহজ ও সরলীকরনে বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল-মত নির্বিশেষে ব্যক্তি জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি মাদক-জুয়া, চুরি ও অপরাধ প্রবণতা ঠেকানো সহ মানুষের সেবা দিতে অনেক ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তাদের দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি ও সামাজিক দায়িত্ব পালনের অনুরোধ জানান। সভার শুরুতে সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলীর আকস্মিক মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি মোঃ এজাজ শফী, উপজেলা অওয়ামী'লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, মিহির বরন মন্ডল, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার,এসএম এনামুল হক, রিপন মন্ডল, প্যানেল চেয়ারম্যন শেখ জাকির হোসেন লিটন, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা এএইসএম জাহাঙ্গীর আলম, পবিত্র কুমার দাশ, মোঃ হাফিজ, সরদার আলী আহসান, মোঃ রেজাউল করিম, ইমরুল কায়েস, শেখ মনিরুল ইসলাম, প্রেমানন্দ রায় ও এমএম আজিজুল হাকিম প্রমুখ।