“ মাছ উৎপাদন বৃদ্ধি করি,সুখী সমৃদ্ধ দেশ গড়ি ” এই শ্লোগানে দাকোপে শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচীর উদ্বোধন করেন। দাকোপ উপজেলা পরিষদ হেড কোয়ার্টার জামে মসজিদের পুকুরে মাছ ছাড়ার মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, দাকোপ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য প্রতিবারের ন্যায় এবারও ২১-২৭ জুলাই নানা আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।