রংপুরের পীরগাছা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এসএম শাহ নেওয়াজের বিরুদ্ধে আবারো নানা অনিয়ম ও দুনীতির অভিযোগ উঠেছে। এর আগে তার নামে জনশুমারীর নামে আবেদনকারীর নিকট থেকে প্রায় ৩ লাখ টাকা আদায় করে আত্মসাত করার অভিযোগ উঠলেও অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সে সময় তার বিরুদ্ধে উপজেলা চত্ত্বরে বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ সোল্যাল মিডিয়ায় বিষয়টি ব্যাপক আলোচিত হলে টাকা ফেরত দেওয়ার নিদের্শ দেন ওই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান। কিন্তু ৬ মাস পেরিয়ে গেলেও ফেরত দেয়া হয়নি সেই টাকা। এ নিয়ে আবারো চরম ক্ষোভ দেখা দিয়েছে আবেদনকারীদের মাঝে।
জানা গেছে, ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১ বাস্তবায়নে বিজ্ঞপ্তি প্রকাশের পর ২৬০টি পদের বিপরীতে তিন হাজার ৬৫৬টি আবেদন পড়ে। শর্ত পূরণ না করায় ৮০৫টি বাতিল করা হয়। আবেদন বেশি হওয়ায় প্রার্থী যাচাই-বাছাই করতে মৌখিক পরীক্ষার পরিবর্তে লিখিত পরীক্ষার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এজন্য পরীক্ষার প্রবেশপত্র বাবদ দুই হাজার ৮৫১ জন প্রার্থীর নিকট থেকে ১০০ টাকা করে মোট দুই লাখ ৮৫ হাজার ১০০ টাকা হাতিয়ে নেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এসএম শাহ নেওয়াজ। পরে ৬ ফেব্রুয়ারী প্রার্থী বাছাই করতে ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন টাকা খরচের এক পাতার প্রশ্নের মধ্যেই উত্তর লিখে নেওয়া হলে দুই দিন পর পরিসংখ্যান কর্মকর্তা এসএম শাহ নেওয়াজ নিজস্ব লোকদের উত্তীর্ণ দেখিয়ে রাতের আঁধারে ফলাফল ঘোষনা করেন। ঘোষিত ফলাফলে পরিসংখ্যান অফিসে কর্মরত ৪ জনের নাম এবং স্বামী-স্ত্রী, ভাই-বোনসহ একই পরিবারের ৩/৪ জনের নামসহ সীমাহীন অনিয়ম দেয়া যায়। যা অনিয়মের মাধ্যমে করা হয়েছে বলে অভিযোগ করেন বঞ্চিতরা। পরে বিষয়টি নিয়ে গোটা উপজেলা জুড়ে শুরু হয় তোলপাড়। ফলাফল বাতিলের দাবিতে উপজেলা চত্ত্বরে বিক্ষোভ ঘন্টাব্যাপী মিছিল ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন বঞ্চিত বেকার শিক্ষিতরা। দেয়া হয় ৪৮ ঘন্টার আল্টিমেটাম। সোস্যাল মিডিয়ায় বিষয় ব্যাপক আলোচিত হলে ওই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান সাংবাদিকদের ডেকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান। কিন্তু ৬ মাস পেরিয়ে গেলেও ফেরত দেয়া হয়নি আবেদনকারীদের টাকা।
এ বিষয়ে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এসএম শাহ নেওয়াজ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, টাকা খচর হয়ে গেছে। যে টাকা ফেরত দিতে বলেছে, সেই ফেরত দিক!
এ ব্যাপারে জনমুমারী কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান বলেন, আমি টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। তবে যে দপ্তরের বিষয় সেই দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাই ব্যবস্থা নেবেন।