খুলনার পাইকগাছায় আদালতের নির্দেশনা অমান্য করে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার মালথ গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেনের স্ত্রী শুকজান বিবি এ অভিযোগটি করেছেন। থানায় লিখিত অভিযোগে শুকজান বিবি উল্লেখ করেন শিলেমানপুর মৌজায় ৪৬ খতিয়ানের ৪১৮ দাগে বর্তমান জরিপে ১০১৩ ও ১০১২ দাগে আমার ক্রয়কৃত স্বত্ব দখলীয় ২৫ কাঠা সম্পত্তি রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কুদ্দুস জোয়াদ্দারের সাথে বিরোধ চলে আসছে। এ রিষয় দেওঃ ১৪২ মামলা করা হলে শুনানীন্তে আদালত বিবাদীদের বিরুদ্ধে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন। মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেনের অভিযোগ এ আদেশ উপেক্ষা করে এরই জের ধরে গত ১৯ জুলাই কুদ্দুস জোয়াদ্দার বালি ভরাট করে জমি দখল চেষ্টা করলে আমরা বাধা দিলে সে পাল্টা ক্ষিপ্ত হয়ে মারপিট সহ নানা ভাবে হুমকি দেয়। এ ঘটনায় তার স্ত্রী শুকজান বিবি প্রতিকার চেয়ে কুদ্দুস জোয়াদ্দারের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।