নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এর সাথে খুলনার পাইকগাছা সম্মিলিত সাংবাদিক জোট ও প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাতুল আলম, সাংবাদিক জোটের আহ্বায়ক ও প্রেসক্লাব পাইকগাছা সভাপতি প্রকাশ ঘোষ বিধান, যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন, এইচ এম হাসেম, আবদুর রহমান, সিনিয়র সাংবাদিক জিএম এমদাদ, সদস্য সচিব পলাশ কর্মকার, আবদুস সবুর আল-আমিন, জি এম মোস্তাক হোসেন, সাংবাদিক জোটের সদস্য ও প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, সাইফুল ইসলাম, দীপ অধিকারী ও আশিষ রায় চৌধুরী মিন্টু প্রমুখ। মতবিনিময় শেষে নির্বাহী অফিসারকে সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। উপজেলার উন্নয়নে সকল সাংবাদিককে এক হয়ে কাজ করার কথা বলেন নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।