করোনাভাইরাসের মহামারি ক্রমেই প্রকট রূপ ধারণ করছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ অবস্থায় করোনাভাইরাসের প্রতিষেধক বা টিকা আবিষ্কারের জন্য বিজ্ঞানীরা দিন-রাত কাজ করে চলেছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ কয়েকটি দেশের উদ্ভাবিত টিকা পরীক্ষা-নিরীক্ষার প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করা যায়, অক্টোবর-নভেম্বর নাগাদ এ রকম একাধিক টিকা বাজারে চলে আসবে। কিন্তু বাংলাদেশে সেই টিকা কবে নাগাদ সহজলভ্য হবে, তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। আশার কথা, চীনের উদ্ভাবিত টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হতে যাচ্ছে বাংলাদেশে। আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এই ট্রায়াল পরিচালনা করবে। বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) এই পরীক্ষার নীতিগত অনুমোদনও দিয়েছে। এখন স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পাওয়ার পর টিকা উৎপাদনকারী চীনা প্রতিষ্ঠান সিনোভেক কম্পানির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হবে। এর পরই মানবদেহে টিকার কার্যকারিতা পরীক্ষার কার্যক্রম শুরু হবে। এর আগে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের আলাপ-আলোচনায় এমন আভাস পাওয়া গিয়েছিল। বাংলাদেশে ক্লিনিক্যাল পরীক্ষা হলে টিকা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রাধিকার থাকবে। চীনা প্রতিনিধিদলের সফরের সময় এমনও বলা হয়েছিল, বাংলাদেশের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এই টিকা উৎপাদনেরও অনুমতি পেতে পারে। আর সেটি হবে বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি।
করোনাভাইরাস এখনো অপ্রতিরোধ্য গতিতে তার থাবা বিস্তার করে চলেছে। এক দিনে আক্রান্তের সংখ্যা এখন আড়াই লাখে পৌঁছেছে। বিজ্ঞানীরা মনে করছেন, কার্যকর প্রতিষেধক ছাড়া এর ক্রমবর্ধমান গতি কোনোভাবেই রোধ করা যাবে না। আর সে কারণেই প্রতিষেধক আবিষ্কারে চলছে বিজ্ঞানীদের নিরলস সংগ্রাম। আশা করা যায়, চলতি বছরের শেষ নাগাদ এবং আগামী বছরের শুরুতে আরো কয়েকটি টিকার বাণিজ্যিক উৎপাদন শুরু হয়ে যাবে। কিন্তু তা সহজলভ্য হতে অনেক সময় লাগবে। ভাইরাসের বৈশিষ্ট্য বিবেচনায় বিজ্ঞানীরা ধারণা করছেন, একজন ব্যক্তিকে এক বছরের মধ্যে কয়েক বার এই টিকা নিতে হতে পারে। তাতে সারা বিশ্বের চাহিদা মেটাতে বছরে কয়েক হাজার কোটি টিকা উৎপাদনের প্রয়োজন হবে। উৎপাদক দেশগুলো আগে নিজেদের চাহিদা মিটিয়ে পরে অন্যান্যের দেবে। সে ক্ষেত্রে চীনা প্রতিষ্ঠানের উৎপাদিত টিকাই আমাদের প্রধান ভরসা। আর তা যদি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে উৎপাদনের অনুমতি দেওয়া হয়, সেটি হবে আমাদের জন্য অনেক বড় সুযোগ। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে উৎপাদিত টিকা রপ্তানিও করা যেতে পারে। এসব বিষয়ে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর আলোচনা চালিয়ে যেতে হবে এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যত দূর জানা যায়, বাংলাদেশের পক্ষে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত টিকাও অগ্রাধিকার ভিত্তিতে পাওয়া সম্ভব। কিন্তু তার জন্য প্রয়োজনীয় যোগাযোগ ও আলোচনা চালিয়ে যেতে হবে। আমরা আশা করি, আমাদের সরকার নূন্যতম সুযোগগুলোও হাতছাড়া করবে না।