পটুয়াখালীর শহরতলী জৈনকাঠী ইউনিয়নের কাঁটাখালী বাজার হইতে জৈনকাঠী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত কাঁচা রাস্তা যার আইডি নাম্বার -578954171 সহ ইউনিয়ন এর অন্যান্য কাঁচা রাস্তা সমূহ পাকা করনের দাবীতে মানববন্ধন করেছে ইউনিয়নের জণগন।
গত কাল বিকাল ৪টায় জৈনকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জৈনকাঠী ইউনিয়নের সবস্তরের জণগন ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুল শিক্ষক মোঃ ফোরকান মাস্টার, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ নেছার উদ্দিন, পটুয়াখালী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার, মোঃ শহিদুল ইসলাম শাহিন, শিক্ষক মোঃ আলআমিন তালুকদার,আব্বাস উদ্
বক্তারা বলেন, পটুয়াখালী জেলা শহরের অবকাঠামো উন্নয়ন হলেও শহরের অতিনিকটে শহরতলী জৈনকাঠী ইউনিয়নের জনপদের রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। তারা অবিলম্বে জৈনকাঠী ইউনিয়নের কাঁচা রাস্তা সমূহ পাকা করনের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।