২১জুলাই মঙ্গলবার সকালে কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট পঞ্চাশোর্ধ এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃতের পরিবার জানান, উপজেলার রাজারহাট ইউনিয়নের চান্দামারী রামসিং গ্রামের মৃত আঃ রহিমের পুত্র আঃ হালিম(৫১) ২১জুলাই মঙ্গলবার সকালে গোসল করে পরনের ভেজা লুঙ্গি শুকানোর জন্য টারে(তীর) দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। বাড়ীর লোকজন দেখে এ দৃশ্য দেখে চিৎকার দিলে এলাকাবাসীরা ছুটে এসে আঃ হালিমের লাশ উদ্ধার করে। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক ও শিক্ষক নুরইসলাম নিশ্চিত করেছেন।