কুড়িগ্রামে আপাতত বৃষ্টিপাত বন্ধ রয়েেেছ। নদণ্ডনদীর পানি গত ২৪ ঘন্টায় ১৩ থেকে ১৪ সেন্টিমিটার কমলেও এখনো বিপৎসীমার উপরে রয়েছে ধরলা, দুধকুমোর ও ব্রক্ষ্মপুত্রের পানি। ফলে তৃতীয় দফা বন্যায় পানিবন্দী হয়ে পরেছে ধরলা নদী অঞ্চলের ২ লক্ষাধিক মানুষ। নদণ্ডনদীগুলোর পানি বিপৎসীমার উপরে অবস্থান করায় টানা তিন সপ্তাহ ধরে মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্যে দিনাতিপাত করছে।
এদিকে চিলমারী উপজেলার কাঁচকোল এলাকায় ভাঙ্গা রাস্তা দিয়ে বন্যার পানি প্রবেশ করে চিলমারী উপজেলা শহরসহ নতুন করে আরে ৫০গ্রাম প্লাবিত করেছে। জেলার ৭৩টি ইউনিয়নের মধ্যে ৫৬টি ইউনিয়নের ৪৭৫টি গ্রাম পানির নীচে তলিয়ে আছে। ফলে জেলার ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পরেছে। মানুষজন বন্যার পানির মধ্যে বাড়ির ভিতর চৌকি উঁচু করে, রাস্তায়, রেললাইন ও বাঁধে অবস্থান নিয়েছে। টানা ৩ সপ্তাহ ধরে বন্যার পানি বিপদসীমার উপরেই অবস্থান করছে। ফলে খাদ্য সংকটে ভুগছে মানুষ।
সরকারিভাবে এখন পর্যন্ত ১৭০ মেট্রিকটন জিআর চাল, ৯ লক্ষ টাকার ত্রাণ উপজেলাগুলোর মাধ্যমে বিতরণ করা হয়েছে। এছাড়াও শিশু খাদ্য ও গবাদিপশুর জন্য ৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালে ধরলা নদীর পানি ব্রীজ পয়েন্টে ৩৫সেন্টিমিটার, ব্রহ্মপূত্র নদের পানি চিলমারীতে ৪২ সেমি ও নুনখাওয়া পয়েন্টে ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তার পানি বিপৎসীমার ৫৮ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিনে মধ্যে আরো ১টি বন্যার আশঙ্কা রয়েছে এ অঞ্চলে।